Israel-Palestine conflict : Hamas says they have sufficient Israeli hostage to free palestenian

Israel-Palestine : সব ফিলিস্তিনি বন্দি মুক্তির মতো ইসরায়েলি বন্দি আমাদের আছে: হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি বলেছেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক ফিলিস্তিনিদের সবাইকে মুক্ত করার মতো যথেষ্ট সংখ্যক ইসরায়েলি বন্দি আমাদের হাতে রয়েছে।’ আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।হামাস নেতা বলেন, ‘আমরা বহু ইসরায়েলিকে হত্যা করেছি এবং বন্দি করেছি। লড়াই এখনও চলমান।’

হামাস নেতা সালেহ আল-আরৌরি বলেন, ‘(ইসরায়েলের) কারাগারে আটক বন্দিদের মুক্তি আসন্ন। আমাদের হাতে যত সংখ্যক আছে তাতে সবাইকে মুক্ত করে আনা যাবে। লড়াই যত দীর্ঘস্থায়ী হবে আমাদের মুক্তি পেতে যাওয়া বন্দির সংখ্যা ততই বাড়বে।’আটক ইসরায়েলি বন্দিদের মাঝে সিনিয়র সামরিক কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন হামাস নেতা। তবে তাদের পরিচয় বা পদবি প্রকাশ করতে চাননি তিনি।শনিবার ভোরের হামাসের হামলার পর ইসরায়েলের ৩০০ জন নিহতের কথা জানা গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৩০ জন নিহতের তথ্য জানা গেছে।

ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। জবাবে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে রোববার সন্ধ্যায় ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে, যাতে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে।

ইসরায়েলের মন্ত্রিসভা কমিটি নেতানিয়াহুকে সামরিক অভিযান চালানোর যে অনুমোদন দিয়েছে, তা আগামীকাল দেশটির পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটিতে উঠতে হবে। এরপর নেতানিয়াহু এ সিদ্ধান্ত নেসেটের প্লেনারিতে উপস্থাপন করবেন।সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে ইসরায়েল সরকার দেশে জরুরি অবস্থা জারি এবং সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় সেনাসদস্য পেতে সংরক্ষিত সেনাদের (রিজার্ভিস্ট) ডাকতে পারবে।