পশ্চিম তীরের রামাল্লা শহরে আল–জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা রোববার সকালে এ খবর জানিয়েছে। আল–জাজিরা টিভি এ নিয়ে একটি লাইভ ফুটেজ দেখিয়েছে।
বিবিসির খবরে জানা যায়, ভোরে আল–জাজিরা টিভির লাইভ সম্প্রচার চলার সময় ইসরায়েলি সেনারা ভবনে ঢোকেন। ইসরায়েলি সেনাদের সশস্ত্র অবস্থায় দেখা গেছে। তাঁরা মাস্ক পরেছিলেন।
আল–জাজিরা চ্যানেলের কার্যালয়ে ইসরায়েলি সেনাদের আক্রমণাত্মকভাবে ঢুকতে দেখা গেছে। আল–জাজিরা টিভির পশ্চিম তীরের ব্যুরোপ্রধান ওয়ালিদ আল-ওমরির কাছে তাঁরা চ্যানেল বন্ধের সামরিক আদেশটি দেন। তিনি লাইভ সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান। এরপর চ্যানেলটির সম্প্রচার ব্যাহত হয়।
গত মে মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমে একটি হোটেলের কক্ষে অভিযান চালায়। ওই কক্ষটি আল–জাজিরার কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। ইসরায়েলি সরকার আল–জাজিরা টিভির স্থানীয় কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘটনা ঘটে। আল–জাজিরা টিভি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন অভিযোগ তুলে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।