Kash Patel: US President Donald Trump nominates Indian American Kash Patel as FBI Director

Kash Patel: ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআই প্রধানের দায়িত্ব দিলেন ট্রাম্প

জল্পনা ছিলই, তা সত্যি হল। গুজরাটি কাশ্যপ প্যাটেলকে FBI-এর মাথায় নিয়ে এলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। প্রশাসনিক থেকে অন্যান্য সবমহলে তিনি ‘কাশ’ নামেই বেশি পরিচিত।

সোশ্যাল মিডিয়ায় কাশ্যপ প্যাটেলকে FBI-এর শীর্ষকর্তা হিসেবে ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘কাশ একজন চমৎকার আইনজীবী। উনি আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এক যোদ্ধা। দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার এবং আমেরিকার জনগণকে রক্ষা করার জন্য কাজ করেছেন প্যাটেল।’

উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের শাসনকালে আমেরিকার সিকিউরিটি কাউন্সিলের কর্তা ছিলেন এই কাশ্যপ প্যাটেল। প্রথম মেয়াদে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। সে সময়ে প্রতিরক্ষা দপ্তরের চিফ অফ স্টাফও ছিলেন ‘কাশ’।

১৯৮০ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন কাশ্যপ প্যাটেল। বেড়ে ওঠেন গার্ডেন সিটিতে। তাঁর বাবা প্রমোদ প্যাটেলের সঙ্গে রয়েছেন গুজরাটি যোগ। তবে স্ত্রীকে নিয়ে ক্যানাডায় বসবাস শুরু করেন। এর পর ১৯৭০ সালে পাকাপাকিভাবে পাড়ি দেন আমেরিকায়।

২০০২ সালে রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন কাশ। এর পর ব্রিটেনের ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’-এর ‘ফ্যাকাল্টি অফ ল’ থেকে আন্তর্জাতিক আইন নিয়ে পরবর্তী পর্যায়ের পড়াশোনা এগিয়ে নিয়ে যান এই ভারতীয় বংশোদ্ভূত। ফ্লোরিডায় পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ শুরু করেন কাশ। দীর্ঘদিন হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা পদে কাজ করেছেন। ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিজম ডিরেক্টরেট অফ দ্য ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল বা এনএসসির সিনিয়র ডিরেক্টর পদেও ছিলেন। ২০২০ সালে আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষা সচিব ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হন কাশ।

দ্বিতীয়বার ক্ষমতায় এলেই গোয়েন্দা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু করার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত বছর এক অনুষ্ঠানে জনসমক্ষে কাশ প্যাটেলকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘তৈরি হও কাশ।’ আন্তর্জাতিক বিশ্লেষকদের অনুমান, ক্ষমতায় এলে তাঁর কাঁধে গুরুদায়িত্ব দেওয়ার পরিকল্পনা আগে থেকেই করেছিলেন ট্রাম্প। সেই মতো অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ অর্থাৎ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (FBI) দায়িত্বে এ বার নিয়ে এলেন কাশ্যপের মতো দক্ষ প্রশাসনিক কর্তাকে।