কিং চার্লস প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ধরা পড়ার পর ফের দুঃসংবাদ ব্রিটিশ রাজপরিবারে। এ বার প্রিন্সেস অব ওয়েলস জানালেন তিনিও প্রথম পর্যায়ের ক্যানসার চিকিৎসার মধ্যে দিয়ে যাচেছন৷
শুক্রবার নিজেই নিজের অসুস্থতার খবর জানালেন প্রিন্সেস অফ ওয়েলস। এক ভিডিও বার্তায় কেট জানান, গত প্রায় এক বছর ধরে লন্ডনের একটি ক্লিনিকে তাঁর পেটে বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে। অবশেষে জানা গেল, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই ঘটনাকে ‘শকিং’ বলেছেন ব্রিটিশ রাজবধূ। পাশাপাশি তিনি জানান, সঙ্গে সঙ্গে তাঁর প্রিভেনটিভ কেমোথেরাপি শুরু হয়।। এই অবস্থায় ছেলেমেয়েদের জন্য তিনি সর্বাধিক চিন্তিত। রাজপুত্র উইলিয়ামের কাছে তিনি সন্তানদের দেখভালের অনুরোধ জানিয়েছেন বলে ভিডিও বার্তায় নিজেই বলেছেন কেট। তবে, যুবরানির কোথায় ক্যানসার হয়েছে বা রোগটি কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে রাজপরিবারের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্বের সকল ক্যানসার আক্রান্ত মানুষদের উদ্দেশে কেট বলেন, “যে সকল মানুষ এই রোগে ভুগছেন তারা আশা ছাড়বেন না। আপনি একা নন।”
A message from Catherine, The Princess of Wales
(Source: The Prince and Princess of Wales ‘X’ handle) pic.twitter.com/jLo3uwVQfC
— ANI (@ANI) March 22, 2024
রাজকুমারী যোগ করেছেন, “অস্ত্রোপচারের পর সুস্থ হতে বেশ খানিকটা সময় লেগেছে। এখন পরিবারকে সময় দেওয়াই অগ্রাধিকার। পরিবারের স্বার্থে আমি এবং উইলিয়াম বিষয়টিকে যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করেছি। জর্জ, শার্লট এবং লুইকে সব কিছু ব্যাখ্যা করতে এবং আমি যে ঠিক আছি তা বোঝাতে আমার এবং উইলিয়ামের বেশ খানিকটা সময় লেগেছে।” তিনি আরও জানান, “এই মুহূর্তে আমাদের পরিবারের চাই একটু গোপনীয়তা।”
ব্রিটিশ যুবরানি বলছেন, পরিবারই হল সবচেয়ে বড় শক্তি যা দুর্বল হতে দেয় না। তাঁর স্বামী ও তিন সন্তান সবসময় তাঁর পাশে থেকে সাহস জুগিয়ে গেছেন। এই শক্তি ও ভরসাই তাঁকে লড়াই করতে সাহায্য করছে। তাছাড়া তাঁর মেডিক্যাল টিম সবরকম চেষ্টা করছে যাতে তিনি তাড়াতাড়ি ক্যানসার-মুক্ত হতে পারেন। ক্যানসার আক্রান্তদের জন্য কিছু পরামর্শও দিয়েছেন কেট। তিনি বলছেন, “ক্যানসার ধরা পড়লে ভেঙে পড়বেন না। মনে সাহস আর ফূর্তি রাখুন। পরিবারকে বোঝান যে আপনি ভাল হয়ে যাবেন। দেখবেন যন্ত্রণা জয় করার শক্তি পাবেন।”