ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র মালদ্বীপে (Maldives) এবার নিষিদ্ধ হল ইজরায়েলের নাগরিকদের (Israeli citizens) প্রবেশ। রবিবার এই বিষয় নিয়ে মালদ্বীপ সরকারের ক্যাবিনেট বৈঠক বসেছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। গাজায় ইজরায়েলি সেনার ‘গণহত্যা’র প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ মুইজ্জুর সরকার। তার পরেই নাগরিকদের অবিলম্বে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছে ইজরায়েল।
রবিবার একটি বিশেষ বৈঠকে বসে মালদ্বীপ (Maldives) সরকারের ক্যাবিনেট। সেই বৈঠকেই ইজরায়েলি নাগরিকদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আইন সংশোধন করার সিদ্ধান্তও নেওয়া হয় এই বৈঠকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদ্বীপের আভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী আলি ইহুসান জানিয়ে দেন, ইজরায়েলি নাগরিকদের নিষিদ্ধ করা হয়েছে। রবিবার থেকেই মালদ্বীপে ইজরায়েলি নাগরিকদের প্রবেশ নিষেধ।
ইহুসান আরও জানান, ইজরায়েলি (Israel) সেনা যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর করতে আইন সংশোধনের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখার জন্য তৈরি হবে বিশেষ কমিটিও।
এই সিদ্ধান্ত নেওয়ার পরই ইজরায়েলের বিদেশমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে নাগরিকদের জন্য। নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে মালদ্বীপে থাকা ইজরায়েলিদের অবিলম্বে বেড়িয়ে আসতে হবে। কারণ পরবর্তীতে ইজরায়েলিরা সমস্যার সম্মুখীন হলে তাঁদের উদ্ধার করা কঠিন হবে সরকারের পক্ষে। এমনকি আরও বলা হয়েছে, যেসমস্ত ইজরায়েলিদের কাছে অন্য কোনও দেশের নাগরিকত্ব রয়েছে তাঁরাও যেন মালদ্বীপ ভ্রমণ থেকে বিরত থাকেন।’ উল্লেখ্য, প্রতি বছর অন্তত ১৫ হাজার ইজরায়েলি বেড়াতে যান মালদ্বীপে।