মালদ্বীপের রাজধানী মালেতে বিদেশি শ্রমিকদের আবাসনে বৃহস্পতিবার আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।এর মধ্যে ৯ জন ভারতীয় একজন এবং একজন বাংলাদেশি বলে জানা গিয়েছে।ঘটনায় মলদ্বীপে অবস্থিত ভারতীয় হাইকমিশনের তরফে শোকপ্রকাশ করা হয়েছে।Indian workersদমকল বাহিনী জানিয়েছে যে মলদ্বীপের রাজধানী মালের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসনে আগুন লাগে। ওই আবাসনের নীচের তলে গাড়ি সারাইয়ের গ্যারেজ আছে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ক্রমশ উপরের তলকে গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখা। উপরের তল থেকে কমপক্ষে ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা।
কর্মকর্তারা বলেছেন যে আগুনে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের উপরের তলা থেকে ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ির গ্যারেজ থেকে মিলেছে এই দেহগুলি।
#Breaking 10 dead in a fire that broke out in Male in a cramped immigration quarter. Indians too lived there @NewIndianXpress @TheMornStandard
— Yeshi Seli ਯੇਸ਼ੀ ਸੇਲੀ (@YeshiSeli) November 10, 2022
দমকল আধিকারিক জানিয়েছেন, ওই আবাসনের আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা লেগেছে। ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। যে আবাসনে বিদেশি শ্রমিকরা ঠাসাঠাসি করে থাকতে বাধ্য হতেন।