আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের সকল দেশের কাছে সাহায্যের আবেদন জানান তালেবান প্রশাসন। শনিবার পশ্চিম আফগানিস্তানে ৬.৩ মাত্রার একজোড়া ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল হেরাট শহরের ৪০ কিলোমিটার (২৪.৮ মাইল) উত্তর-পশ্চিমে। এর পরে ৫.৫ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়েছে বলেই জানিয়েছে ইউএসজিএস।
হেরাট প্রদেশের অন্তত ১২টি গ্রাম ভূমিকম্পে পুরো মাটিতে মিশে গিয়েছে। শুধু তাই নয়, এলাকাটি এতটাই দুর্গম যে, ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারের কাজ চালানোই অত্যন্ত কঠিন। ধ্বংসাবশেষের নীচে এখনও অনেক দেহ চাপা পড়ে আছে বলে মনে করছেন উদ্ধারকারীরা
#Afghanistan 6.5 Richter scale Earthquake pic.twitter.com/VzRGTI8efZ
— World on Videos (@TheCryptoSapie1) October 7, 2023
BREAKING: Almost 2,000 dead after Afghanistan earthquakes, says Taliban#earthquake #AfghanistanEarthquake #Sismo #Deprem #Afghanistan pic.twitter.com/3K7P7mp3d5
— Chaudhary Parvez (@ChaudharyParvez) October 8, 2023