শেষ রক্ষা হল না। পাকিস্তানের সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন ইমরান খান। বৃহস্পতিবার রাত ৮টা পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছেন ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করা অসাংবিধানিক। আদালত জানিয়েছে জাতীয় সংসদের পুনর্গঠন করা হয়েছে। অবিলম্বে তিনি স্পিকারকে সংসদের অধিবেসন ডাকার আদেশ দিয়েছেন। পাশাপাশি আগামী শনিবার অর্থাৎ ৯ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থ ভোট গ্রহণ করারও নির্দেশ দিয়েছে।
পাকিস্তানে এতদিন পর্যন্ত কোনও প্রধানমন্ত্রী মেয়াদ শেষ পর্যন্ত নিজের গদি বাঁচিয়ে রাখতে পারেননি। ইমরান খানের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে অনাস্থা ভোটের রায় যদি ইমরান খানের বিরুদ্ধে যায় তাহলে তিনি হবেন প্রথম প্রধানমন্ত্রী যাকে অনাস্থার মাধ্যমে অপরাসিত করা হবে। আগের দুই প্রধানমন্ত্রী যাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল তারা আগেই পদত্যাগ করেছিলেন।
ইমরান হারলে তিনিই হবেন প্রথম পাক প্রধানমন্ত্রী যাকে অনাস্থা ভোটের মাধ্যমে অপসারণ করা হবে। অন্য দুই প্রধানমন্ত্রী যাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডাকা হয়েছিল, তারা ভোটের আগে পদত্যাগ করেছিলেন, কিন্তু ইমরান পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন। জোর দিয়েছিলেন যে তিনি “শেষ বল পর্যন্ত খেলবেন”।
রবিবার, ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি, যিনি এটিকে পাকিস্তানের সংবিধান ও নিয়মের পরিপন্থী বলে উল্লেখ করেছিলেন।