এবার আইফেল টাওয়ারেও ইউপিআই ব্যবহার করা যাবে। প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বলেছেন, ফ্রান্সে ইউপিআই ব্যবহারের বিষয়ে সম্মত হয়েছে ভারত এবং ফ্রান্স। আগামী দিনে, আইফেল টাওয়ারেও ইউপিআই ব্যবহার করা যাবে।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘ফ্রান্সে ভারতের ইউপিআই নিয়ে একটি চুক্তি হচ্ছে, এটা আইফেল টাওয়ার থেকে শুরু হবে। এবার ভারতের পর্যটকরা রুপিতে পেমেন্ট করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে আইফেল টাওয়ারে।’ অর্থাৎ, ভারতীয় পর্যটকরা এখন ফ্রান্সে ভারতীয় মুদ্রাতেই অর্থ প্রদান করতে সক্ষম হবেন।ফ্রান্সে ইউপিআই ব্যবহার করা গেলে, ভারতীয় মুদ্রাকে ইউরোয় বদলে নেওয়ার ঝামেলা থাকবে না। পর্যটকদের নগদ বহনের প্রয়োজনও ফুরোবে।
আরও পড়ুন: Order of the Nile: মোদীকে সর্বোচ্চ সম্মান দিল নীল নদের দেশ, বৈঠক মিশর-ভারত সম্পর্ক নিয়ে
ভারতের পথ ধরে প্রথমে সিঙ্গাপুরে ইউপিআই চালু হয়েছিল। এরপর ভুটান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি, ওমানে ভারতের ডিজিটাল মাধ্যমে ইউপিআইতে লেনদেন চলেছে। এবার ফ্রান্সে সেই পরিষেবা চালু হচ্ছে। ইউপিআই পেমেন্ট সিস্টেমে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন করা যায়। তহবিল স্থানান্তর, মার্চেন্ট পেমেন্টের মতো ব্যাঙ্কিং ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি একটি অ্যাপের মধ্য়েই পাওয়া যায়। ২০১৬ সালের এপ্রিলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনসিপিআই, তার সদস্য ব্যাঙ্কগুলিকে নিয়ে একটি পাইলট প্রকল্প হিসেবে এই ব্যবস্থাটি চালু করেছিল। তারপর থেকে, ব্যাপকভাবে এই পেমেন্ট- এর ব্যবহার বেড়েছে।
প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে সাড়া দিয়ে ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে অংশ নিতে দু’দিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সই হওয়ার কথা। ফ্রান্স থেকে ফেরার পথে এক দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে সফর সেরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: BBC Presenter : টাকার বিনিময়ে নাবালিকাকে নগ্ন ছবি পাঠানোর প্রস্তাব! সাসপেন্ড বিবিসির উপস্থাপক