PM Modi Speaks With Iran President Ebrahim Raisi, Discusses Israel-Hamas Conflict

PM Modi: ফিলিস্তিনের পাশেই আছি, ‘চাপের মুখে’ বন্ধু ইরানকে আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

ইজরায়েল-হামাস সংঘাতের আগুন ছড়িয়ে পড়তে পারে বৃহত্তর মধ্যপ্রাচ্যে! বেজে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের রণদামামা! এহেন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে চলা ভয়াবহ সংঘাত নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বলে খবর।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পশ্চিম এশিয়া ও ইজরায়েল- হামাস যুদ্ধ সংক্রান্ত কঠিন পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্য়ে বার্তা বিনিময় হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হিংসা, সাধারণ মানুষের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইজরায়েল-প্য়ালেস্তাইন ইস্যু নিয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থানকে তুলে ধরেন তিনি। প্রেসিডেন্ট রইসি গোটা পরিস্থিতি সম্পর্কে তাঁর মূল্যায়ণকে তুলে ধরেন।

উভয় নেতাই মানবিক সহায়তার হাতকে সম্প্রসারিত করা, দ্রুত ওই এলাকায় শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে তাঁরা কথাবার্তা বলেন। তাৎপর্যপূর্ণ ভাবে, ইজরায়েল-ফিলিস্তিন প্রসঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি অবস্থান ফের স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। সংঘাত থামানো ও গাজায় ত্রাণ বিলির বিষয়টি উঠে আসে আলোচনায়।

ইরানের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। অতীতে কাশ্মীর প্রসঙ্গে Organisation of Islamic Cooperation বা মুসলিম দেশগুলোর জোটের বিরুদ্ধে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে দিল্লির পাশে দাঁড়িয়েছে তেহরান। তবে হামাসের হামলার পর যেভাবে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন মোদী তাতে ক্ষুণ্ণ হয়েছে দেশটি। সেই কথা আঁচ করতে পেরেই রাইসিকে আশ্বস্ত করেছেন মোদী। সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দীর্ঘদিনের অবস্থান থেকে মোটেও সরে আসেনি ভারত।