Rail tracks caught fire due to extreme heat in UK

Viral : হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল ফাঁকা রেললাইন! লন্ডনে হুলস্থূল কাণ্ড

পশ্চিম ইউরোপ জুড়ে তীব্র গরমের দাপট শুরু হয়েছে। ব্রিটেনেও তার প্রভাব পড়েছে। এর জেরে শহরের রেল লাইনে আগুন ধরে গিয়েছে। এমনই কয়েকটি ছবি সোমবার রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। এই আগুনের ফলে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে।

সম্প্রতি লন্ডনে একটি রেলসেতুর উপর রেললাইনে আগুন ধরে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে। লন্ডন ভিক্টোরিয়া এবং ওয়ান্ডসওয়ার্থের মাঝে একটি রেলসেতু রয়েছে। সেই সেতুর উপরেই রেললাইনে আগুন ধরার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান স্থানীয়রা। সেই খবর পৌঁছয় দক্ষিণ-পূর্ব রেলের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ হোয়াইট। তিনি তৎক্ষণাৎ লন্ডন দমকলকে খবর দেন। তারা পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এর পরে কেন্ট কাউন্টির তরফেও রেল লাইনে আগুন লেগে যাওয়ার একটি ছবি টুইটারে পোস্ট করা হয়। পাশাপাশি লেখা হয়, “আগামী এক সপ্তাহ ভীষণ চ্যালেঞ্জ নিয়ে আসছে আমাদের জন্য।”

আরও পড়ুন: Nepal: কাঠমান্ডুতে কঠোর ভাবে নিষিদ্ধ হল ফুচকা! কিন্তু কেন?

নেটওয়ার্ক রেল সাউথইস্ট রেললাইনে আগুন ধরার সেই ছবি শেয়ার করে জানিয়েছে যে, আগামী সপ্তাহে গরম আরও বাড়বে। ফলে রেললাইনে আগুন ধরে যাওয়ার বিষয়টি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। নেটওয়ার্ক রেল সাউথইস্ট আরও জানিয়েছে যে, স্লিপারের কাঠগুলি প্রচণ্ড শুকনো হয়ে যাওয়ায় দাবদাহে এমন কাণ্ড ঘটেছে।

আগামী কয়েকদিন তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে গোটা ব্রিটেনেই। রবিবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়। আগামী দু’তিন দিনের মধ্যে পারদ উঠে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে বর্তমানে স্পেন এবং পর্তুগালে যে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে, সেই তুলনায় পারদ ব্রিটেনে কমই থাকবে। ওই দুই দেশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রিতে উঠে গিয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ইউরোপে তাপপ্রবাহ খুব ঘনঘন দেখা যাচ্ছে। পরিবেশবিদরা এর পেছনে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। ২০১৯ সালের ২৫ জুলাই কেমব্রিজে তাপমাত্রা উঠেছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত ব্রিটেনের ইতিহাসে এটাই সর্বোচ্চ গরম।

আরও পড়ুন: Sri Lanka Crisis: গোতাবায়া পলাতক, জরুরি অবস্থা জারি, অস্থায়ী প্রেসিডেন্ট বিক্রমসিংহে