Russia's Luna-25 Lander Fails To Enter Pre-Landing Orbit Of Moon

Luna-25 Crashed: ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা, ব্যর্থ ভারতকে টপকে যাওয়ার স্বপ্ন

চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান ‘লুনা-২৫’। রবিবার জার্মানির সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ার যানের। আর এক ধাপ পেরোলেই মহাকাশযানটি চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত। কিন্তু তার আগেই বিপত্তি। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় লুনা-২৫। এর ফলে নির্দিষ্ট পরিমাপ এবং পরিকল্পনা অনুযায়ী তাকে কক্ষপথে পৌঁছে দেওয়া যায়নি। নির্ধারিত গতির থেকে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে।

গত ১০ অগাস্ট ভস্টোচনি কসমোড্রোম স্পেস সেন্টার থেকে সয়ূজ ২.১বি নামের রকেটের সফল উৎক্ষেপণ করে রুশ মহাকাশ গবেষণা সংস্থা Roscosmos। লুনা ২৫-কে চাঁদের কক্ষপথে পৌঁছে দিয়ে আসে অতিশক্তিশালী এই রকেট। এর পর মাত্র পাঁচ দিনের মধ্য়েই সেটি পৌঁছে যায় চাঁদের কক্ষপথে। চলতি সপ্তাহের সোম বা মঙ্গলবারের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা রয়েছে রুশ নভোযানের। তার ঠিক একদিন আগেই ঘটেছে বিপত্তি।

আরও পড়ুন: Blind: ১১ অন্ধ সন্তানের জন্ম দিলেন মা, দুনিয়ার আলো দেখতে পায় না একজনও

লুনা ২৫-র উৎক্ষেপণ থেকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ — রাশিয়ার তরফে চন্দ্র অভিযানের বিষয়টি গোপন রাখা হয়। এই মিশনের খরচ নিয়ে সরকারিভাবে মস্কোর তরফে কিছুই জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে চুপ করে নেই আমেরিকা-সহ পশ্চিমী সংবাদমাধ্যম।

পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, যে ধরনের অতি শক্তিশালী রকেট রাশিয়া ব্য়বহার করেছে, যার মূল্য কয়েক কোটি। তাছাড়া রুশ ল্যান্ডার লুনা ২৫-এ রয়েছে একাধিক সোলার প্যানেল ও ক্যামেরা। চাঁদের বুকে গর্ত খুঁড়ে গবেষণা চালানোর কথা ছিল এই নভোযানের। ফলে মাটি খোঁড়ার ড্রিল মেশিন রাখা হয়েছিল ল্যান্ডারটিতে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, চাঁদের বুকে এক মাস কাটানোর কথা ছিল লুনা ২৫-র। এই সময়ের মধ্যে ল্যান্ডারটির সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখাতে বিভিন্ন ধরনের সুক্ষ্ম যন্ত্র সেখানে ব্যবহার করা হয়। যার দাম আকাশছোঁয়া। সব মিলিয়ে এই মিশনের পিছনে ১৬ হাজার কোটির বেশি খরচ করেছে মস্কো। দাবি আমেরিকা ও ইউরোপের তাবড় সংবাদমাধ্যমগুলির।

আরও পড়ুন: US President Election: বাইডেনের সঙ্গে লড়াই ভারতীয় বংশোদ্ভূতের? দৌড়ে দ্রুত উঠে আসছেন রামস্বামী