Sheikh Hasina: Bangladesh interim govt seeks Interpol’s help in Hasina’s repatriation, ‘red notice to be issued soon’

Sheikh Hasina: হাসিনাকে বাগে পেতে মরিয়া ঢাকা! ইন্টারপোলে ‘রেড কর্নার নোটিস’ জারি করার ভাবনা ইউনূস সরকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তাঁরা ইন্টারপোলের দ্বারস্থ হবেন বলে দেশটির আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। তাঁর বক্তব্য, খুব শিগগির এই ব্যাপারে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির কাছে আবেদন জানাবে সরকার।

রবিবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ড. আসিফ নজরুল জানান, ”আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেওয়া আওয়ামি লিগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না। দেশের মর্যাদা ক্ষুন্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামি লিগ। অভিযোগটি কোনওভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।”

প্রথমে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন— এই দুইয়ের জেরে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। ৫ অগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন হাসিনা। সাময়িক ভাবে আশ্রয় দেন ভারতে। মাঝ অক্টোবরেও বিদেশ মন্ত্রক জানিয়েছিল, হাসিনা ‘নিরাপত্তাজনিত কারণে’ ভারতে এসেছেন এবং এখানেই আছেন। তার পর থেকে এখনও পর্যন্ত হাসিনার ভারত ছাড়ার কোনও তথ্য জানা যায়নি।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার নাম সরাসরি উল্লেখ করেননি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। তবে জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময়ের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন আসিফ। তিনি বলেন, “জুলাই-অগস্ট মাসে গণহত্যা চালিয়ে যাঁরা পালিয়ে আছেন, তাঁদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি। এটি খুব দ্রুত হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, আমরা তাঁদের গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করব।”