ফের উত্তাল শ্রীলঙ্কা (Sri Lanka)। রাষ্ট্রপতি গোটাবায়ে রাজাপক্ষের (Gotabaya Rajapaksa) ইস্তফার দাবিতে রাজধানী কলম্বোতে তাঁর সরকারি বাসভবন কার্যত ঘিরে ফেলেছে কয়েক হাজার মানুষ। দাবি একটাই, রাজাপক্ষকে গ্রেফতার করতে হবে।
পরিস্থিতি এমনই হয় যে রাষ্ট্রপতি ভবন থেকে রাজাপক্ষকে পালাতে হয়েছে। সংবাদসংস্থা এএফপি শ্রীলঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, রাজাপক্ষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের একাংশ হেলমেট পরে, শ্রীলঙ্কার পতাকা কাঁধে নিয়ে রাষ্ট্রপতির বাসভবনের দিকে ছুটতে শুরু করেন। সাদা প্রাসাদোপম বিল্ডিংয়ে ঢুকে পড়েন তারা। এদিকে সেই সময় পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে নিরাপত্তারক্ষী কাউকেও দেখা যায়নি এলাকায়। সব মিলিয়ে অন্তত ২১জন জখম হয়েছেন। তার মধ্যে দুজন পুলিশও রয়েছে।
এরপরই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে জরুরী ভিত্তিতে দলীয় নেতৃত্বদের নিয়ে মিটিং ডেকেছেন। মূলত সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য এই মিটিং ডাকা হয়েছে। পার্লামেন্টে গোটা বিষয়টি জানিয়ে দেওয়ার জন্যও তিনি স্পিকারকে অনুরোধ করেছেন। সব মিলিয়ে ফের নতুন করে ঘোরালো হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি।
আরও পড়ুন: South Africa: নেই কোনও আঘাতের চিহ্ন, নাইট ক্লাবে ২২ কিশোর-কিশোরীর রহস্যমৃত্যু
গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। ফুরিয়ে গিয়েছে জ্বালানিও। ফলে সারা দেশের যাত্রী পরিবহণ থেকে পণ্য পরিবহণ কার্যত স্তব্ধ। সেইসঙ্গে পণ্য আমদানিও বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সব মিলিয়ে দ্বীপরাষ্ট্রটিতে যেন দুর্ভিক্ষের পরিস্থিতি। এ হেন সংকটের মধ্যে শ্রীলঙ্কার জনতার ক্ষোভ আছড়ে পড়ল রাজাপক্ষের দুয়ারে। যে কারণে তাঁকে রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালাতে হল।
প্রতিবাদী জনতাকে নিয়ন্ত্রণ করতে কলম্বো শহরে রাষ্ট্রপতি ভবনের সামনে শুন্যে কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। দফায় দফায় চালানো হচ্ছে জলকামান। ভারতীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত খবর, তার পরেও জমায়েত আলগা করা যায়নি। বরং প্রতিবাদীদের উপর গুলি চালানো হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়তে আরও ভিড় বাড়ছে কলম্বো শহরের প্রাণকেন্দ্রে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনে, বাসে চেপে হাজার হাজার জনতা কলোম্বর দিকে ধেয়ে আসছেন। সেই মিছিলে ধর্মীয় নেতা, শিল্পী, বুদ্ধিজীবীরাও শামিল হয়েছেন।
Ialways stand with the People of Sri Lanka. And will celebrate victory soon. This should be continue without any violation. #Gohomegota#අරගලයටජය pic.twitter.com/q7AtqLObyn
— Sanath Jayasuriya (@Sanath07) July 9, 2022
আরও পড়ুন: Eid-ul-Azha 2022: মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত ঈদ, হাজিরা ফিরছেন মিনায়