ব্রাজিলের অ্যামাজনা রাজ্যে এক মহিলা ২ ফিট লম্বা এবং ৭ কেজি ওজনের একটি বাচ্চা জন্ম দিয়েছেন(Super Size Baby)। বাচ্চার উচ্চতা এবং ওজন দেখে চিকিৎসকেরা অবাক হয়ে গিয়েছেন।তার উচ্চতা এক বছরের বাচ্চার সমান ছিল। চিকিৎসকেরা জানিয়েছেন যে এই রাজ্যে এখনও পর্যন্ত জন্মানো এটি সবচেয়ে বড় বাচ্চা। আপাতত নবজাতক একদম সুস্থ এবং সবল রয়েছে এবং তার মাও সুস্থ রয়েছেন।
চিকিৎসকের দাবি যে অ্যামাজনা রাজ্যে এখনও পর্যন্ত জন্মানো এটি সবচেয়ে বড় বাচ্চা। কারণ, এর আগে যে বাচ্চা সবচেয়ে বড় হিসেবে গণ্য হয়েছিল, তার সাড়ে ৫ কিলো ওজন ছিল এবং ১.৮ ফিট লম্বা দৈর্ঘ্য ছিল।
দা মিরর পত্রিকার খবর অনুযায়ী, এই বাচ্চার জন্ম ১৮ জানুয়ারি আমাজনের প্যারেন্টিন্সে হসপিটাল প্যাডরে কলম্বোতে সিজারিয়ান সেকশনে হয়েছে। সে সময় বাচ্চার জন্ম, তখন ওজন ৭ কিলোর একটু বেশি ছিল। তার দৈর্ঘ্য ২ ফিট লম্বা ছিল। চিকিৎসকেরা বাচ্চাকে ‘সুপার সাইজ বেবি’ বলে আখ্যা দিয়েছেন।চিকিৎসকের দাবি যে অ্যামাজনা রাজ্যে এখনও পর্যন্ত জন্মানো এটি সবচেয়ে বড় বাচ্চা। কারণ, এর আগে যে বাচ্চা সবচেয়ে বড় হিসেবে গণ্য হয়েছিল, তার সাড়ে ৫ কিলো ওজন ছিল এবং ১.৮ ফিট লম্বা দৈর্ঘ্য ছিল।