সিঙ্গুরের মেয়ের তৈরি পোশাকে সেজে উঠবেন ব্রিটেনের রাজা ও রানি! চমক লাগলেও এটাই সত্যি। ৬ মে, শনিবার রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের অনুষ্ঠানে সিঙ্গুরের প্রিয়াঙ্কা মল্লিকের তৈরি ডিজাইনার পোশাকে সেজে উঠবেন কুইন কনসর্ট ক্যামেলিয়া।
গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হন মহারানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর রেকর্ড করা শাসনকাল শেষে বিলেতের রাজ্যপাট গিয়ে পড়ে বড় ছেলে চার্লসের হাতে। তিনি রাজা তৃতীয় চার্লস নামে সম্বোধিত হন। ৯ মাস হতে চলল ব্রিটিশ রাজের দায়িত্ব পালন করলেও আগামীকাল আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের। সেই করোনেশন অনুষ্ঠানের রানি ক্যামেলিয়া কুইন কনসর্ট রূপে স্বীকৃতি পাবেন। দেশ-বিদেশের প্রায় তিন হাজার নামিদামি অতিথি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখানে হুগলির সিঙ্গুরের গ্রাম হারিটের প্রিয়াঙ্কা মল্লিকের ডিজাইনার পোশাক কুইন কনসর্টের গায়ের শোভা পাওয়াটা নিঃসন্দেহে চমকপ্রদ ব্যাপার।
আরও পড়ুন: Alien: বলিভিয়ায় মিলল এলিয়েনের মৃতদেহ? ভিডিয়ো ঘিরে শোরগোল
ধু কুইন কনসর্ট ক্যামেলিয়া নন, সিঙ্গুরের প্রিয়াঙ্কা মল্লিকের তৈরি পোশাক রাজা তৃতীয় চার্লসের শরীরেও শোভা পেতে চলেছে! রাজ্যভিষেকের অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের রয়্যাল কোর্টের মধ্যে যে ব্রোচ লাগানো থাকবে সেটিরও ডিজাইন করেছেন প্রিয়াঙ্কা! রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রিয়াঙ্কার কাছে ব্রিটিল রাজ পরিবারের তরফ থেকে আমন্ত্রণপত্রও এসে পৌঁছেছে। তবে সশরীরে সেখানে যাচ্ছেন না সিঙ্গুরের এই মেয়ে, তিনি ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত হবে রাজা চার্লসের রাজ্যভিষেকের অনুষ্ঠান। প্রসঙ্গত সেই উপলক্ষে নয়া সাজে সেজে উঠেছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। গত ৯৫০ বছর ধরে সেখানেই আয়োজিত হচ্ছে সম্রাটদের বিশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান। রাজ্যাভিষেকের আগে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাবেন চার্লস দম্পতি। সকাল ছটা বাজতেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। রাজ্যাভিষেকের নির্ধারিত সময় হল সকাল এগারোটা।
রাজ্যাভিষেক উপলক্ষে সারা বিশ্ব থেকেই আমন্ত্রিত রয়েছেন অনেকে। এমনকি ভারত থেকেও আমন্ত্রণ পেয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। একদিকে যেমন সেই তালিকায় রয়েছেন সোনম কাপুর, অন্যদিকে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
আরও পড়ুন: Earthquake: গাঙ্গেয় সমভূমিতে কম্পন, ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী