Two USA vintage planes crash mid-air during Dallas air show; 6 people feared dead

Air Crash : মাঝ আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ, ছ’জনের মৃত্যুর আশঙ্কা

আমেরিকার (USA)ডালাসে এয়ারশো চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় আগুন লাগল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুই বিমানে(Plane Crash)। জানা গিয়েছে, এয়ার শো চলাকালীন মাঝ আকাশেই সংঘর্ষ হয় একটি ‘বোয়িং বি ১৭ বম্বার’ এবং ‘বেল পি-৬৩ কিংকোব্রা’র। সঙ্গে সঙ্গে দুটি বিমান মাটিতে ভেঙে পড়ে এবং তাতে  আগুন লেগে যায়। আশঙ্কা করা হচ্ছে দুটি বিমানের সংঘর্ষে অন্তত ছ’জনের মৃত্যু ঘটতে পারে।

জানা গিয়েছে, শনিবার দুপুরে ডালাসে কমমোমোরেটিভ এয়ার ফোর্স উয়িংয়ের এয়ার শো হচ্ছিল। সেই সময়ই আচমকা ছোট একটি বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বোয়িং বম্বার বিমানের।  ইতিমধ্যেই ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও এফএএ-র তরফে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। মাটিতে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যাওয়ায় ভিতরের যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। বিমানে কতজন যাত্রী ছিলেন, সে বিষয়েও এখনও জানা যায়নি।

ডালাসের মেয়র এরিক জনসন বলেন, “আপনারা অনেকেই দেখেছেন, এয়ার শো চলাকালীন আজ আমাদের শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনা সম্পর্কে এখনও অবধি অনেক তথ্যই জানা যায়নি। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড গোটা ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।”

দুর্ঘটনার ভিডিয়োও সামনে এসেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটি থেকে কিছুটা উপরেই উড়ছিল বি-১৭ বম্বার বিমান(US Air Crash)। সোজা পথে এগোচ্ছিল বিমানটি। অন্য়দিকে বেল পি-৬৩ কিংকোবরা নামক একটি ছোট বিমান আসছিল বামদিক থেকে। ছোট বিমানটি বোয়িংয়ের(Air Crash) বিমানের উপরে এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দুটি বিমানই মাটিতে ভেঙে পড়ে, আগুন ধরে যায় দুটি বিমানেই।