Typhoon Bolaven will hit in huge power of 300 km per hour

Typhoon Bolaven: ঘণ্টায় ৩০০ কিমি আসছে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ঝড় ‘বলাভেন’

পশ্চিম বঙ্গপোসাগর অববাহিকায় ভয়াবহ বেগে আসছে ঝড়। গতিবেগ প্রতি ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার।ঝড়ের আছড়ে পড়ার গতিবেগ আরও বেশি৷ আবহাওয়াবিদরা বলছেন, এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী এক ঘূর্ণিঝড় হতে চলেছে৷অক্টোবরের শেষ সপ্তাহে এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ শেষ ২৪ ঘণ্টায় এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে৷ ক্রমে সাগরের উপর আরও বেশি সময় কাটাচ্ছে এই ঝড় ও শক্তি বৃদ্ধি করছে৷

আবহাওয়াবিদেরা এটিকে ক্যাটাগরি ৫-এর ঘূর্ণিঝড় হিসাবে চিহ্নিত করেছেন৷ সেই কারণেই এই নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে৷ সাগর থেকে উপকূলের ধেয়ে আসা ঝড়, যেগুলিকে সাইক্লোন বলা হয় দক্ষিণ গোলার্ধে, সেটিকেই পশ্চিম গোলার্ধে বলা হয় টাইফুন৷

ঝড়টিকেই নাম দেওয়া হয়েছে বলাভেন৷ এই ঝড়টিকে বলা হয়েছে, এই ঝড়টি এই বছরের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়, সেই কারণেই এর বিপুল ধ্বংসলীলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পাশাপাশি, এল নিনো আবহাওয়ার জন্যই এই ঘূর্ণিঝড়ের আতঙ্ক আরও বেশি করে তৈরি হয়েছে৷

বোলাভেন উত্তর প্রশান্ত মহাসাগরের উপরে থাকবে বলে আশা করা হচ্ছে, ভূমি এড়িয়ে চলবে কারণ এটি শীতল জলের মুখোমুখি হওয়ার পরে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে তা অর্ধেক বিশ্বের আবহাওয়াকে প্রভাবিত করবে।শেষ পর্যন্ত এই ঝড় উত্তর আমেরিকার আবহাওয়াকে প্রভাবিত করবে।