পাহাড়প্রমাণ সম্পত্তির মালিক ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) স্ত্রী অক্ষতা নারায়ণমূর্তি। তাঁর আরও একটি পরিচয় অবশ্য আছে। ইনফোসিস (Infosys) কর্তা এন নারায়ণমূর্তির (N.R Narayan Murthy) মেয়ে অক্ষতা। অঙ্কের হিসেব করলে যা দেখা যাচ্ছে, তাতে অক্ষতার সম্পত্তির পরিমাণ ব্রিটিশ রানির চেয়েও বেশি! আর তিনি নাকি ক্রমাগত কর এড়িয়ে চলেছেন। এই অভিযোগ উঠছে। যদিও অক্ষতার দাবি, কর তিনি নিয়মিতই দেন।
ইনফোসিসের বাজারদর এখন প্রায় ১০০ কোটি ডলার। অর্থাৎ প্রায় ৭৬০০ কোটি টাকা। অক্ষতা ওই কোম্পানির ০.৯৩ শতাংশের মালিক। দি গার্ডিয়ান পত্রিকার খবর অনুযায়ী, তিনি প্রতি বছর ডিভিডেন্ড হিসাবে পান ১ কোটি ১৫ লক্ষ পাউন্ড বা ১১ কোটি ৫৬ লক্ষ টাকা। অক্ষতার (Richer Than Queen) মোট সম্পত্তির পরিমাণ ৬৯ কোটি পাউন্ড। অর্থাৎ ৬৮৩৪ কোটি টাকার বেশি। ২০২১ সালে সানডে টাইমস ব্রিটেনের ধনীদের একটি তালিকা প্রকাশ করেছিল। তাতে দেখা যায়, রানির সম্পত্তির পরিমাণ ৩৪৯৩ কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ অক্ষতার সম্পদ রানির চেয়ে অনেক বেশি।
আরও পড়ুন: Imran Khan: ইমরানের বাউন্সারে ধরাশায়ী বিরোধীরা? ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিলেন পাক প্রেসিডেন্ট
অক্ষতা ও ঋষি সুনকের দখলে আছে চারটি মূল্যবান বাড়ি ও ফ্ল্যাট। লন্ডনের অভিজাত কেনসিংটন এলাকায় তাঁদের একটি বাড়ি আছে। তাতে বেডরুমের সংখ্যা পাঁচটি। বাড়ির দাম ৭০ লক্ষ পাউন্ড। অর্থাৎ ৬৯ কোটি ৫৩ লক্ষ টাকার বেশি। এছাড়া আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের সান্তা মোনিকায় তাঁদের একটি ফ্ল্যাট আছে। অক্ষতা মূর্তি ২০১৩ সালে ঋষি সুনকের সঙ্গে এক ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা প্রতিষ্ঠা করেন। তার নাম ক্যাটামারান ভেঞ্চারস। কর ফাঁকি দেওয়ার অভিযোগের জবাবে তিনি বলেছেন, “আমি একজন নন ডমিসাইলড নাগরিক।” ব্রিটিশ আইন অনুযায়ী, বিদেশে যাঁদের স্থায়ী ঠিকানা আছে, তাঁরা নন ডমিসাইলড বলে গণ্য হন। সেক্ষেত্রে কেবল ব্রিটেনে তিনি যা আয় করেন, তার ওপরে ব্রিটিশ সরকার কর নেয়। বিদেশে তিনি যে আয় করেন, তা ব্রিটেনে করযোগ্য বলে বিবেচিত হয় না।
অনেকেই ভেবেছিলেন, অর্থমন্ত্রী ঋষি সুনক আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সম্প্রতি তাঁর জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে। প্রথমত, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য অনেকে তাঁকে দায়ী করছেন। দ্বিতীয়ত, তাঁর স্ত্রীর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: সুপ্রিম রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন, রাত ন’টায় বাড়িতে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন ইমরান