‘Why no criticism of Modi government on human rights?’: US lawmaker Ilhan Omar asks Biden government

ভারতে চলমান মুসলিম বিদ্বেষের বিষয়ে হস্তক্ষেপ করুন, বাইডেনকে বললেন ইলহান ওমর

ভারতে চলমান মুসলিম বিদ্বেষের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ চেয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একজন শীর্ষ কূটনীতিক কর্মকর্তার কাছে তিনি জানতে চান, মার্কিন সমর্থনের পরেও ভারত তার দেশের মুসলিম সংখ্যালঘুদের ওপর অত্যাচার কেন করছে।

মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর বাইডেন প্রশাসনের বিদেশ প্রতিমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের কাছে জানতে চান, কিভাবে যুক্তরাষ্ট্র ভারতের মোদি সরকারকে সমর্থন করতে পারে, যেখানে সংখ্যালঘু মুসলিমদের সাথে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। তিনি বাইডেন সরকারের কাছে , কেন সরাসরি ভারতের সমালোচনা করতে ইচ্ছুক নয় মার্কিন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Sri Lanka Crisis: খাবারেও টান! বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, প্রেসিডেন্টের বাড়ির বাইরে জ্বলল আগুন

তিনি বলেন, ‘ভারতে মুসলিম হওয়াকে অপরাধ হিসেবে গণ্য করছে মোদি সরকার। এখন আমাদেরকে মোদি প্রশাসন কি এমন বুঝালো যে আমরা তাদেরকে কিছু বলতে পারব না। এখন ভারতের মুসলিমদের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ করছে মোদি সরকার, তাতে শুধু সমালোচনা করে যুক্তরাষ্ট্র কোনো সমাধান দিতে পারবে কিনা?’

ইলহান ওমরের এই বক্তব্যর পরে ওয়েন্ডি শেরম্যান বলেন, মার্কিন সরকার বিশ্বের সকল ধর্ম, জাতি, বর্ণ ও বৈচিত্র রক্ষায় তাদের পাশে দাঁড়াবে। উত্তরে ইলহান ওমর বলেন, আশা করব মানবাধিকার লঙ্ঘনের কারণে শুধুমাত্র প্রতিপক্ষের বা শত্রুরাষ্ট্রের জন্যই আমরা পদক্ষেপ নেব না। বরং, মিত্রদেশও যদি ওই অপরাধ করে তবে তার বিরুদ্ধেও পদক্ষেপ নিব।উত্তরে ওয়েন্ডি শেরম্যান বলেন, ‘অবশ্যই আমরা তা করব ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মার্কিন উদ্বেগের কথা দেশটির কর্মকর্তাদের জানানো হয়েছে।’

আরও পড়ুন: ঠিক যেন খেলনা! নামার সময় পিছলে বিমানবন্দরে দু’টুকরো বিমান